প্রথম শিরোপার স্বাদ হ্যারি কেইনের

হ্যারি কেইনের বায়ার্ন চ্যাম্পিয়ন
হ্যারি কেইনের বায়ার্ন চ্যাম্পিয়ন | ছবি: সংগৃহীত
0

অপেক্ষার অবসান ঘটিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারে পনেরো বছর পর প্রথম শিরোপার স্বাদ পেলেন সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার হ্যারি কেইন।

বুন্দেসলিগায় নিকটতম প্রতিদ্বন্দ্বী লেভারকুসেন ফ্রাইবুর্গের সাথে ২-২ গোলে ড্র করায় বুন্দেসলিগায় ৩৪ তম শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ।

একযুগের বেশি সময় ধরে টটেনহামের হয়ে প্রিমিয়ার লিগ মাতিয়েছেন হ্যারি কেইন। তবে ব্যক্তিগত পারফরমেন্সে আলো ছড়ালেও দলকে জেতাতে পারেননি শিরোপা। শিরোপার ক্ষুধায় অবশেষে ২০২৩-২৪ মৌসুমে জার্মান ক্লাব বায়ার্নে নাম লেখান কেইন।

তবে সেখানেও যেনো বিধি বাম! বায়ার্নে কেইনের প্রথম মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি দলটি। হ্যারি কেইন তার দুর্ভাগ্য বায়ার্নেও টেনে নিয়ে গেলেন কিনা সেটা নিয়ে সমালোচনাও হয়েছে ঢের।

অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে শিরোপার স্বাদ পেলেন এই ইংলিশ ফুটবলার।

সেজু