হামজা চৌধুরী জ্বরে যখন আক্রান্ত পুরো দেশ, ঠিক পরদিন থেকেই সবার চোখ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অপেক্ষা আরেক প্রবাসী ফাহমিদুল ইসলামের জন্য।
ইতালিয়ান লিগে খেলা এই ফুটবলারকে নিয়ে শুরু থেকেই লুকোচুরি করে বাফুফে। অপেক্ষায় রাখে গণমাধ্যমকে। শেষমেশ হেড কোচ এসে জানান, দলের সঙ্গে ঢাকায় না এসে ইতালিতে ফিরে গেছেন ফাহমিদুল। সৌদি আরবে প্রস্তুতি ম্যাচে হ্যাট্রিক করলেও জানা গেছে, ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ফাহমিদুলকে পরিকল্পনা থেকে বাদ দিয়েছেন কোচ।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘ফাহমিদুল আমাদের সাথে ঢাকায় আসেনি। সে আমাদের সাথে ১ সপ্তাহ ছিল। সে ভালো ফুটবলার। ওর আরেকটু সময় লাগবে। ও দলের সাথে আসেনি। ইতালি চলে গেছে। তবে ও ভালো করেছে।’
হামজার সঙ্গে এখনও সরাসরি দেখা হয়নি কোচ কিংবা দলের কারোই। তবে এরইমধ্যে তাকে নিয়ে সবার প্রত্যাশা আকাশ ছুঁয়েছে। কোচও আলাদা করে বললেন এই ব্রিটিশ প্রবাসীর কথা।
হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘এটা আমাদের জন্য ইতিবাচক একটা ব্যাপার। এটা দলের উপর ভালো প্রভাব ফেলবে। তার লিডারশিডপ প্রফেশনালিজম আমাদেরকে ভালো কিছু উপহার দিবে। ভারতীয় জাতীয় দলের প্রতি আমাদের যথাযথ সম্মান আছে। আমরা ভারতের সাথে তাদের মাঠে খেলবো। এটা কঠিন ম্যাচ হবে। তবে আমরা সব কিছুর জন্য প্রস্তুত।’
গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ভারত ফিরিয়েছে অবসর নেয়া সুনীল ছেত্রীকে। তাই সবদিক থেকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন হামজাদের গুরু। ম্যাচ খেলার সুযোগ না পেলেও প্রস্তুতিতে ভারতের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন ক্যাবরেরা।
প্রতিপক্ষের মাঠে ২৫ মার্চ নিজেদের কতটুকু মেলে ধরতে পারবেন হালের সেনসেশন জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা তা সময়ই বলে দিবে।