খেলার ৪৫ মিনিটে আলভারেজের গোলে ১-০ গোলের লিড পায় সিমিওনের শিষ্যরা। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সোরলোথ। মাত্র ২ মিনিট পরেই ১ গোল শোধ করেন রবার্ট লেভানডওস্কি।
৭৮ মিনিটে ২-২ এ সমতা আনেন ফেরান তোরেস। খেলার ৯২ মিনিটে তৃতীয় গোল করে বার্সাকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল।
৯৮ মিনিটে অ্যাতলেটিকোর কফিনে শেষ পেরেক ঠুকেন ফেরান তোরেস। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলে ১৮ ম্যাচে অপরাজিত রইলো হ্যান্সি ফ্লিকের দল।