লা লিগায় অ্যাতলেটিকোকে ৪-২ ব্যবধানে হারিয়ে জয়ী বার্সেলোনা

লা লিগায় অ্যাতলেটিকোকে ৪-২ ব্যবধানে হারিয়ে জয়ী বার্সেলোনা | এখন
0

লা লিগায় অ্যাতলেটিকোর মাঠে শুরুতে ২ গোলে পিছিয়ে থেকেও ৪-২ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আক্রমণ করতে থাকে বার্সেলোনা। তবে টানা আক্রমণ করলেও গোলের দেখা পায়নি সফরকারীরা।

খেলার ৪৫ মিনিটে আলভারেজের গোলে ১-০ গোলের লিড পায় সিমিওনের শিষ্যরা। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সোরলোথ। মাত্র ২ মিনিট পরেই ১ গোল শোধ করেন রবার্ট লেভানডওস্কি।

৭৮ মিনিটে ২-২ এ সমতা আনেন ফেরান তোরেস। খেলার ৯২ মিনিটে তৃতীয় গোল করে বার্সাকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল।

৯৮ মিনিটে অ্যাতলেটিকোর কফিনে শেষ পেরেক ঠুকেন ফেরান তোরেস। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলে ১৮ ম্যাচে অপরাজিত রইলো হ্যান্সি ফ্লিকের দল।

ইএ