এ নিয়ে ৩৬টি ভিন্ন দেশের মাটিতে গোল করার কীর্তি গড়লেন এলএমটেন। জাতীয় দলের হয়ে নিজ দেশ আর্জেন্টিনায় এখন পর্যন্ত ৩৫টি গোল করেছেন মেসি।
ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল করেছেন লিওনেল-মেসি, জ্যামাইকান-ক্লাব, আর্জেন্টাইন, এলএমটেন, মেসির মাটিতে। কাতালুনিয়ার ক্লাব বার্সেলোনার হয়ে ৫০০ এর বেশি গোল আছে ক্ষুদে জাদুকরের।
অন্যদিকে ইন্টার মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে গোল আছে ৫৫টি। ফ্রান্সে দুই মৌসুমে গোল করেছেন ৩৪টি।
এছাড়াও ব্রাজিলে ৯, ইংল্যান্ডে ৯, কাতারে ৭ সহ ডেনমার্ক-গ্রিস-চীনের মাটিতে ১টি করে গোল করেছেন বিশ্বকাপ জয়ী এই তারকা।