'সুনীল ছেত্রীর অন্তর্ভুক্তি বাংলাদেশ দলকে ভোগাবে'

সুনীল ছেত্রীর অন্তর্ভুক্তি বাংলাদেশ দলকে ভোগাবে | এখন
0

অবসর ভেঙ্গে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলবেন ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী। এই স্ট্রাইকারের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলকে ভোগাবে বলে মনে করেন জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম। প্রতিপক্ষের শক্তিমত্তা নয়, বরং দুর্বলতা নিয়ে কাজ করে নিজেদের শতভাগ উজার করে দেয়ায় মনোযোগ দিতে বললেন সাবেক অধিনায়করা।

সুনীল ছেত্রী, দক্ষিণ এশিয়া ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র অন্যদিকে বাংলাদেশের জন্য এক আতঙ্কের নাম। গেল বছরের জুনে তার অবসরের ঘোষণায় বাংলাদেশিদের মনে কিছুটা স্বস্তি এলেও ছন্নছাড়া হয়ে পড়েছিল ভারতীয় দলের আক্রমণভাগ।

ব্লু টাইগার্সদের হাল ফেরাতে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আগমুহূর্তে অবসর ভেঙে ফিরছেন ছেত্রী। আর এই সিদ্ধান্তে হামজা চৌধুরীর মাঠে নামার ভূমিকা দেখছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি

বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, ‘আমার কাছে মনে হয় হামজা এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সব চেয়ে বড় তারকা। হামজা আসাতে তারা হয়তো ভাবছে বাংলাদেশিদের পাল্লা ভারি হয়ে যাচ্ছে। যার ফলে তারা সুনীলকে ব্যাক করিয়েছে। এছাড়া তাদের গেম প্লানের বড় একটা অংশ থাকবে হামজাকে কেন্দ্র করে।’

তর্কসাপেক্ষে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তারকার নাম হামজা চৌধুরী। তাকে মাঠের খেলায় ব্যবহার করতে মুন্সিয়ানার পরিচয় দিতে হবে কোচিং স্টাফদের বলে মত সাবেক অধিনায়কদের।

বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘হামজার পারফরম্যান্স ও টিমের পারফরম্যান্স যদি এক হয় তাহলে টিম বেনিফিট হবে। আমরা যদি সব কিছুর দিকে হামজাকে নিয়ে ফেলি তাহলে এইটা ম্যাচে এসে প্রভাব পড়তেই পারে।’

দলের খেলোয়াড়দের উপরে আস্থা থাকলেও ইয়াসিন-জিকোদের অভাব কিছুটা থাকবে। নবাগত খেলোয়াড়দের ওপর প্রত্যাশার বোঝা দিতে নারাজ মামুনুলরা।

দুই সাবেক অধিনায়কের বিশ্বাস ২৫ মার্চ শিলংয়ে উড়বে লাল সবুজের জয়ের ঝান্ডা।

ইএ