মার্চের প্রথম সপ্তাহে আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং ছেড়ে মেক্সিকান ফুটবলে যাচ্ছেন তিনি। মেক্সিকান ক্লাব টাইগার্সের কোচিং পদে যোগ দিচ্ছেন কানুয়ে। বর্তমানে সেখানে আছেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার গুইদো পিজ্জারো।
ডিফেন্সিভ মিডফিল্ডার পিজ্জারো আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত। ড্যানিয়েল কানুয়ে চলে যাবার পর আর্জেন্টিনার গোলরক্ষক কোচ হিসেবে কাজ করবেন মার্তিন তোকাল্লি।
২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে লড়বে আলবিসেলেস্তেরা । ২৬ মার্চ ব্রাজিলের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা।