ব্রাইটনের কাছে বড় ব্যবধানে হারলো চেলসি

ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে চেলসি। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এমেক্স স্টেডিয়ামে ব্লুজদের আতিথ্য দেয় ব্রাইটন। ম্যাচের ২৭ মিনিটেই লিড নিয়ে স্বাগতিক দর্শকদের উৎসবের উপলক্ষ এনে দেন জাপানি মিডফিল্ডার কাওরু মিতোমো।

গোল হজমের কয়েক মিনিটের মধ্যেই ব্রাইটনের জালে এনজো ফার্নান্দেজ বল পাঠালেও এর আগেই ফাউল হওয়ায় গোল বাতিল হয়ে যায়। ৩৮ মিনিটে লিড দ্বিগুণ করে প্রথমার্ধ শেষ করে সিগালরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়েও প্রতিপক্ষের ডিফেন্ডারদের সামনে সুবিধা করতে পারেননি চেলসি ফরওয়ার্ডরা। উলটো ম্যাচের ৬৩ মিনিটে গোল হজম করে অতিথিরা।

পুরো ম্যাচে ৭০ শতাংশ বল নিজেদের পায়ে রেখেও গোলমুখে কোন শট নিতে পারেনি চেলসি।

সবশেষ ২০২১ সালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এমন অভিজ্ঞতা হয়েছিলো লন্ডনের ক্লাবটির।

ইএ