দেশের স্বার্থে কোচ-ফুটবলারদের দ্বন্দ্ব মেটানোর আহ্বান মোহাম্মদ আসলামের

ফুটবল
এখন মাঠে
0

দেশের স্বার্থে কোচ পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্ব মেটানোর আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম। তার মতে, সাফজয়ী কন্যাদের পাশে দাঁড়ানো উচিত বাফুফের।

নারী ফুটবলে মেঘের ঘনঘটা সেই নেপাল সফর থেকেই। যদিও মেঘ কেটে এক চিলতে রোদ্দুরের দেখা মিলেছিল সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর।

মেয়েদের আপত্তি মূলত ইংলিশ কোচ পিটার বাটলারকে নিয়ে। তার বিরুদ্ধে সাবিনাদের অভিযোগের শেষ নেই। এ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাফুফেকেও জানিয়েছে তারা।

তবে সিনিয়র ফুটবলারদের অভিযোগ আমলে না নিয়ে উল্টো বাটলারের সঙ্গে চুক্তির মেয়াদ আরো দুই বছরের জন্য বাড়ায় বাফুফে। এতে ক্ষোভে ফুঁসে উঠেন সাবিনারা। এমন ঘোলাটে পরিস্থিতির জন্য বাফুফেকে দুষছেন কিংবদন্তি ফুটবলার শেখ আসলাম।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার শেখ আসলাম বলেন, ‘যেহেতু মহিলা উইংয়ের দায়িত্বে একজন আছেন, তার কাধেই বর্তায় এ জিনিসগুলো। ব্যর্থতা এবং সফলতা দুটোই তার কাধে যায়।’

তিনি বলেন, ‘যাদের কাছ থেকে আমরা রেজাল্ট আশা করবো তাদের মতামতকেই গুরুত্ব দেয়া উচিত ছিল। এবং অবশ্যই এখানে তাদের মতামত গ্রহণযোগ্য হবে কারণ, যে কোচের আন্ডারে তারা ট্রেনিং করবে সেটা যদি মনোপুত না হয় ডেফিনিটলি তারা ফাকি দিবে বা কোনো না কোনো ভাবে ইগনোর করবে।’

সাবিনাদের সংবাদ সম্মেলনের পরপরই বৃহস্পতিবার রাতে জরুরি বৈঠক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে। তবে ক্রীড়াঙ্গনের তদন্ত কমিটিগুলো থেকে যায় লোকচক্ষুর অন্তরালে। ইমরুল হাসান-ফাহাদ করিমদের কাছে আসলামের চাওয়া দৃষ্টান্তমূলক সিদ্ধান্তের।

তিনি বলেন, ‘চুলচেরা বিশ্লেষণ করে যেন তদন্তটা জনসম্মুখে আনা হয়। এক্সপেকটেশন থাকবে ইট মাস্ট বি ওপেন ফর অল। সবাই যেন জানতে পারে। একটা দৃষ্টান্তকারী সিদ্ধান্ত যেন সমাজ পেতে পারে সে বিষয়ে তদন্ত কর্মকর্তাদের ওপর আশা করবো।’

কোচ-ফুটবলার এই দ্বন্দ্ব দেশের মর্যাদা ক্ষুণ্ন করবে বলে আশঙ্কা করছেন সাবেক এই অধিনায়ক।

এএইচ