ফুটবল
এখন মাঠে
0

ইপিএলে ম্যানচেস্টার সিটি, লিভারপুল-আর্সেনালের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (২৫ জানুয়ারি) রাতে রোমাঞ্চকর লড়াইয়ে চেলসির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে ইপসউইচ টাউনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। উলভসকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল।

অভিষিক্ত ডিফেন্ডারের মারাত্মক ভুলে তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে ম‍্যানচেস্টার সিটি। 

কুজানভের দুর্বল ব‍্যাকপাস নিয়ন্ত্রণে নেন নিকোলাস জ‍্যাকসন। তার কাছ থেকে বল পেয়ে ফাঁকা জালে বল পাঠান মাদুয়েকে। 

খেলার ৪২ মিনিটে সিটিকে সমতায় ফেরান ভার্দিওল। ৬৮ মিনিটে সিটিজেনদের ২-১ গোলে এগিয়ে দেন আর্লিং হ্যালান্ড। 

৮৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে অসাধারণ এক গোল করে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নিজেদের খুঁজে ফেরা সিটি। 

২৩ ম‍্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে সিটি। ঘরের মাঠে শনিবার ৪-১ গোলে জিতেছে লিভারপুল। 

জোড়া গোল করেছেন গাকপো, একটি করে সালাহ ও সোবোসলাই। এছাড়া উলভসের বিপক্ষে আর্সেনালের জয়সূচক গোলটি করেছেন ইতালিয়ান ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিউরি।

ইএ