ম্যানসিটির হয়ে সব কিছুই জিতেছেন কাইল ওয়াকার। আকাশি নীলদের হয়ে ৬টি প্রিমিয়ার লিগ, ৪টি লিগ কাপ, ২টি এফ এ কাপ, ২টি কমিউনিটি শিল্ড ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতেছেন তিনি।
গেল কয়েক মৌসুমে প্রিমিয়ার লিগে অন্যতম সেরা রাইট-ব্যাক ছিলেন কাইল ওয়াকার। নিজের সেরা সময়ে তিনি কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়রদের বিপক্ষে ছিলেন মূর্তিমান আতঙ্ক। এই মৌসুমের বাকি সময় এসি মিলানের হয়ে খেলবেন ম্যানসিটির সাবেক অধিনায়ক।