বল দখলের লড়াইয়ে আধিপত্য বিস্তার করতে পারেন, বাতাসে বল ভাসতে থাকার মুহূর্তে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারেন, পাসিংয়েও বেশ পটু, সঙ্গে চমৎকার নেতৃত্বগুণ।
ব্রাজিলের এই ১৯ বছর বয়সী সেন্টার–ব্যাককে পালমেইরাস থেকে নিয়ে আসছে সিটি। কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা শেষে রেইসকে ছাড়তে রাজি হয়েছে পালমেইরাস।
শারীরিক পরীক্ষার পর সব ঠিকঠাক থাকলে ইতিহাদে শিগগিরই তাকে নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দেবে সিটি।
রেইসকে পেতে সিটিকে গুনতে হচ্ছে ৪ কোটি ইউরো বা ৩ কোটি ৪০ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৯৮ কোটি ৩৬ লাখ টাকা।