প্রতিপক্ষের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ফোডেনের নৈপুণ্যে দুই গোলে এগিয়ে যায় সিটি। ৬৬ মিনিটে ডি ব্রুইনের পাস থেকে প্রথম গোল করেন ফোডেন। ৭৮ মিনিটে ২-০ গোলে লিড নেয় সিটিজেনরা।
এরপর ৮২ মিনিটে ইয়োয়ান উইসা ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে পটারের পাস থেকে ক্রিস্টিয়ান নর্গাড গোল করলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।
২১ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে ষষ্ঠ স্থানে সিটি। ২৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ব্রেন্টফোর্ড।