ফুটবল
এখন মাঠে
0

রাতে পৃথক মাঠে নামছে ম্যানচেস্টার সিটি-লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে সিটিজেনদের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। অন্য ম্যাচে টেবিল টপার লিভারপুলকে আতিথেয়তা দেবে নটিংহাম।

হারের বেড়াজাল থেকে বেরিয়ে অবশেষে জয়ের স্বাদ পেয়েছে ম্যানসিটি। এফএ কাপে সালফোর্ডকে ৮-০ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার দল। যদিও প্রিমিয়ার লিগে টেবিলের ৬ নম্বরে আছে তারা। তবে ব্রেন্টফোর্ডের সাথে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে সিটিজেনরা। ২০ ম্যাচের ১২টিতেই আছে জয়ের রেকর্ড।

তবে পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়টা সহজ হবে না বলে মনে করেন সিটি বস পেপ গার্দিওলা। অন্য ম্যাচে, প্রতিপক্ষ নটিংহামের মাঠে খেলতে নামবে টেবিলের শীর্ষ দল লিভারপুল।

১৯ ম্যাচে ১৪ জয়ে ৪৬ পয়েন্ট তাদের। প্রিমিয়ার লিগে শীর্ষ গোলদাতার নামটাও লিভারপুলের মোহাম্মদ সালাহ।

এএইচ