ফুটবল
এখন মাঠে
0

টাইব্রেকারের জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে ম্যানইউ

এফএ কাপের তৃতীয় রাউন্ডে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১২০ মিনিটের খেলায় ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ৫-৩ গোলে আর্সেনালকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে রেড ডেভিলরা।

হাই ভোল্টেজ ম্যাচে প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল। তবে ৪০ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন গানার স্ট্রাইকার জেসুস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ইউনাইটেড। ৫২ মিনিটে গারনাচোর পাস থেকে গোল করে ইউনাইটেডকে লিড এনে দেন ব্রুনো ফার্নান্দেস। ৬৩ মিনিটে ডিফেন্ডার গ্যাব্রিয়েলের গোলে সমতা ফেরায় আর্সেনাল।

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রতিপক্ষের দ্বিতীয় পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান ইউনাইটেডের গোলরক্ষক বেয়ান্দির। বাকি তিন পেনাল্টিতে গোল করে আর্সেনাল।

তবে ইউনাইটেডের সকলেই গোল করলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এফএ কাপের পরের রাউন্ডে ইউনাইটেডের প্রতিপক্ষ লেস্টার সিটি।

এএইচ