ফুটবল
এখন মাঠে
0

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা-রিয়াল

আরো একটা বার্সা-রিয়াল এল ক্লাসিকো ম্যাচে বুদ হওয়ার উপলক্ষ পেল ফুটবল বিশ্ব। স্প্যানিশ সুপার কাপের ফাইনালের টিকিট আগেই নিশ্চিত করেছিল বার্সেলোনা, এবার মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে নাম লেখালো রিয়াল মাদ্রিদ।

১২ জানুয়ারি এল-ক্লাসিকো ফাইনালে মাঠে নামবে ক্লাব ফুটবলের দুই জায়ান্ট বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি মাঠে গোল শূন্য প্রথমার্ধে গোল পোস্টে ১৫টি শট নিয়েও সাফল্য পায়নি রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে কপাল ফেরে দলটির।

৬৩ মিনিটে জুড বেলিংহামের গোলে লিড নেয় আনচেলত্তির শিষ্যরা। রিয়ালের দ্বিতীয় গোলটি আসে অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের কল্যাণে। মার্টিন ভালজেন্টের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় তাদের।

খেলার ৯৫ মিনিটে ব্রাজিলিয়ান রোদ্রিগোর গোলে তিন গোলের লিড পায় রিয়াল মাদ্রিদ। রবিবার ১৪ বারের মতো সুপার কাপ জেতার মিশনে মাঠে নামবে কিলিয়ান এমবাপ্পেরা।

এএইচ