ফুটবল
এখন মাঠে
0

নতুন বছরে মাঠে নেমেই ক্রিস্টিয়ানোর গোল সূচনা

নতুন বছরে মাঠে নেমেই গোল পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআরসেভেন যেন আরেকবার প্রমাণ করলেন, বয়সটা তার জন্য একটি সংখ্যামাত্র। সৌদি প্রো লিগে আল-ওখদুদকে ৩-১ গোলে হারিয়েছে রোনালদোর দল আল-নাসর।

যদিও ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি আল-নাসরের। ষষ্ঠ মিনিটে সেভিয়ার গাডউইনের করা গোলে ম্যাচে লিড পায় আল-ওখদুদ। অবশ্য গোল শোধে বেশি সময় নেয়নি স্বাগতিকরা।

২৯ মিনিটে দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান সাদিও মানে। বিরতির আগে ৪২ মিনিটে পেনাল্টি পায় আল-নাসর। স্পটকিক থেকে গোল করে দলকে লিড এনে দেন সিআরসেভেন।

এ নিয়ে লিগে টানা চার ম্যাচে গোল করলেন রোনালদো। ৮৮ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন মানে।

এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আল-নাসর।

এএইচ