ফুটবল
এখন মাঠে
0

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লামিনে ইয়ামাল

স্প্যানিশ সুপার কাপের আগে বার্সেলোনাকে সুখবর দিয়েছেন লামিনে ইয়ামাল। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন এই তারকা স্ট্রাইকার।

গত ১৬ ডিসেম্বর লা লিগার ম্যাচে লেগানেসের বিপক্ষে খেলতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান তিনি। স্প্যানিশ সুপার কাপে ইয়ামালের খেলা নিয়ে জেগেছিল শঙ্কা।

বৃহস্পতিবার অনুশীলনে ফিরেছেন এই তরুণ স্ট্রাইকার। বুধবার সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে অ্যাথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে হান্সি ফ্লিকের দল।

এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন ইয়ামাল। গত গ্রীষ্মে স্পেনের ইউরো জয়ে বড় অবদান রাখা ইয়ামাল এই মৌসুমে বার্সেলোনার জার্সিতেও সমান উজ্জ্বল। সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে তিনি গোল করেন ৬টি, অবদান রাখেন সতীর্থদের ১১টি গোলে।

এএম