ফুটবল
এখন মাঠে
0

লা-লিগায় বার্সেলোনাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আতলেটিকো মাদ্রিদ

লা-লিগায় বার্সেলোনাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো আতলেটিকো মাদ্রিদ। স্প্যানিশদের জায়ান্টদের ২-১ গোলে হারিয়েছে আতলেটিকো।

ম্যাচের প্রথমার্ধে জুড়ে আধিপত্য ছিল কাতালান ক্লাবটির। ৩০ মিনিটে পেদ্রির গোলে এগিয়েও যায় বার্সা। দ্বিতীয়ার্ধে অবশ্য সমতা আনে আতলেটিকো মাদ্রিদ।

দলটির হয়ে ৬০ মিনিটে গোল করেন ডি পল। এরপর দুদলই একাধিক আক্রমণ শানায়। তবে, নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল না হলেও যোগ করা সময়ে এগিয়ে যায় আতলেটিকো।

৯৬ মিনিটে বার্সেলোনার জালে বল জড়ান সরলথ। তার গোলের মাধ্যমেই জয় নিশ্চিত হয়ে যায় দলটির।

ইএ