২৬ মিনিটের ব্যবধানে আর্লিং হল্যান্ডের সৌজন্যে সমতায় ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে বিরতির পর আবারো নিজেদের জাল রক্ষা করতে ব্যর্থ ম্যানসিটি পিছিয়ে পড়ে। স্বাগতিকের হয়ে গোলটি করেন মেক্সস লেকখোয়ার।
গোল শোধে মরিয়া ম্যানসিটি আবারো আক্রমণে যায়। রিকো লুইসের পা থেকে হওয়া গোলে আবারো সমতায় ফেরে সফরকারীরা। পরে ২০ বছর বয়সী এই ফুটবলার লাল কার্ড দেখলে ১০ জনে মিলে খুব একটা আধিপত্য ধরে রেখে জয়সূচক গোল করতে পারেনি গার্দিওলার শিষ্যরা।
লিগে এদিকে দিনের অন্য ম্যাচে নটিংহামের ফরেস্টের কাছে ৩-২ গোলে হার ম্যানচেস্টার ইউনাইটেডের। লিগে ১৫ ম্যাচ খেললেও এখন মাত্র ৫ ম্যাচে জয়ের উল্লাস করেছে ম্যানইউ। নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে মার্কাস র্যাশফোর্ড, ব্রুনো ফার্নান্দেজদের দাপট চাপা পড়ে প্রতিপক্ষের সামনে। শুরুতেই জাল কাঁপায় নটিংহামের খেলোয়াড়রা।
১৮ মিনিটে গোল শোধ করে ম্যানইউ। দ্বিতীয়ার্ধে সফরকারীদের করা আরও দুই গোলে ম্যাচ অনেকটা হাত থেকে বেরিয়ে যায় স্বাগতিকদের। ৬১ মিনিটে ফার্নান্দোজ গোল শোধ করলেও খুব একটা কাজে আসেনি দলের জয়ে। এ নিয়ে টানা দুই ম্যাচে হার দেখলো দলটি।