ফুটবল
এখন মাঠে
0

প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে জিতেছে লিভারপুল

অ্যানফিল্ডে রোববার (১ ডিসেম্বর) প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ২-০ গোলে জিতেছে লিভারপুল। শিরোপাধারী সিটিকে হারিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করলো লিভারপুল। ম্যানচেস্টার সিটির জয়হীন পথচলা বেড়ে দাঁড়াল সাত ম্যাচে, তাতে লিগ শিরোপার আশাও অনেকটা ফিকে।

ভীষণ খারাপ সময় পার করা সিটির ওপর শুরু থেকেই প্রবল চাপ তৈরি করে লিভারপুল। ১১ মিনিটে গোলও পেয়ে যেতে পারত স্বাগতিকরা।

তবে ডোমিনিক সোবোসলাইয়ের কর্নারে ভার্জিল ফন ডাইকের হেড বাধা পায় পোস্টে। ৬০ সেকেন্ড পরেই গোল করে লিড নেয় লিভারপুল। সালাহর পাসে এক টোকায় বল জালে পাঠান গাকপো।

১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দু’দল। বিরতির পর সিটির খেলার ধার কিছুটা বাড়লেও ছিল না গোছানো আক্রমণ। বরঞ্চ ৭৭ মিনিটে একা বক্সে ঢুকে পড়া লুইস দিয়াসকে ছুটে এসে ফাউল করেন গোলরক্ষক স্টেফান ওর্টেগা। পেনাল্টি পায় স্বাগতিকরা।

দারুণ শটে দলকে জয়ের পথে এগিয়ে নেন মিশরের স্ট্রাইকার। লিগে এই নিয়ে সবশেষ ছয় ম্যাচেই জালের দেখা পেলেন সালাহ। আসরে তার গোল ১১টি।

ব্যর্থতার জাল ছিঁড়তে ব্যর্থ ম্যানচেস্টার সিটির ওপর প্রায় পুরোটা সময় আধিপত্য করে দারুণ জয় তুলে নিল লিভারপুল। সিটি সবশেষ জয়ের স্বাদ পেয়েছিল গত ২৬ অক্টোবর, সাউথ্যাম্পটনের বিপক্ষে। তারপর থেকে লিগে টানা চারটি ম্যাচ হারল তারা।

১৩ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। পাঁচ নম্বরে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩।

এদিন অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। ১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে তারা। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে ব্রাইটন।

দিনের আরেক ম্যাচে এভারটনকে ৪-০ গোলে হারিয়ে টেবিলের নবম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

এসএস