ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন জাস্টিন ক্লাইভার্ট

ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক নতুন কিছু নয়। তবে এবার ইতিহাস গড়লেন জাস্টিন ক্লাইভার্ট। প্রিমিয়ার লিগে শনিবার (৩০ নভেম্বর) উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে তাদের মাঠে ৪-২ গোলে হারায় বোর্নমাউথ। আর তাতে জাস্টিন ক্লাইভার্ট তিনটি গোলই করেছেন।

তবে, ক্লাইভার্টের এই তিন গোলের সবকটিই এসেছে পেনাল্টি থেকে, যা এর আগে কখনও দেখেনি প্রিমিয়ার লিগের ভক্তরা। শুধু পেনাল্টি গোলের হ্যাটট্রিকেই নয়, রেকর্ড হয়েছে পেনাল্টি আদায়েও। প্রিমিয়ার লিগের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে তিনটি পেনাল্টি জেতার রেকর্ড গড়েছেন বোর্নমাউথ ফরোয়ার্ড ইভানিলসন।

উলভসের মাঠে বোর্নমাউথের ক্লাইভার্টের পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন ম্যাচের তৃতীয় মিনিটে। এরপর ১৮ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে করেন দ্বিতীয় গোল। প্রিমিয়ার লিগে প্রথম ১৮ মিনিটের মধ্যে পেনাল্টিতে দুই গোল করাও নতুন রেকর্ড। সাবেক বার্সেলোনা তারকা প্যাট্রিক ক্লাইভার্টের ছেলে জাস্টিন তার পেনাল্টিতে হ্যাটট্রিক করেন ৭৪তম মিনিটে।

রেকর্ডটি নিয়ে দারুণ গর্বিত ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। বোর্নমাউথে নিজের ৫০তম ম্যাচে ইতিহাস গড়া হ্যাটট্রিকের পর ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘ইতিহাসের অংশ হতে পেরে আমি আনন্দিত। আমরা ট্রেনিং করেছি। অনুশীলনে কাজ করেছি। নিজেদের মধ্যে আমাদের বোঝাপড়াটা ভালো। আমরা খুশি এমন অর্জনে।’

জাস্টিন ক্লাইভার্টের বাবা ডাচ কিংবদন্তি পাট্রিক ক্লাইভার্ট আয়াক্স, এসি মিলান, বার্সেলোনার মতো ক্লাবের জার্সিতে মাঠ মাতিয়েছেন। নেদারল্যান্ডসের হয়ে ৪০ গোল করে একসময় সর্বোচ্চ গোলের রেকর্ডও ছিল তার। ছেলে জাস্টিন জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন।

প্রিমিয়ার লিগে ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের তালিকায় ২৭৫ ম্যাচে ১২ হ্যাটট্রিক করে সবার উপরে সার্জিও আগুয়েরো। ৪৪১ ম্যাচে ১১ হ্যাটট্রিক করে তার পরেই আছেন এলান শিয়েরার। এছাড়া ৩৭৯ ম্যাচে ৯ হ্যাটট্রিকে রবি ফোলার আছেন তিন নম্বরে।

এএম