নতুন কোচ হুবেন আমুরির হাত ধরে প্রথম মাঠে নেমে ইপ্সউইচ টাউনের বিপক্ষে অসাধারণ শুরুর পরও পয়েন্ট হারাল ইউনাইটেড। দ্বিতীয় মিনিটেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ম্যাচের শুরুটা দুর্দান্ত হয় ইউনাইটেডের।
তবে ৪৩ মিনিটে কাঙ্ক্ষিত সমতাসূচক গোল পেয়ে যায় ইপ্সউইচ। এরপর দুই দল কোনো গোল না করতে পারলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। অন্য ম্যাচে লিগ টেবিলের তলানিতে থাকা সাউদাম্পটনের বিপক্ষে শুরুতেই আক্রমণের ঝড় তোলে লিভারপুল। প্রথমে এগিয়েও যায় তারা।
কিন্তু বিরতির আগে ও পরে দু'টি গোল করে লড়াই জমিয়ে তোলে সাউথ্যাম্পটন। ৬৫ ও ৬৩ মিনিটে মোহামেদ সালাহর জোড়া গোলে জয় পায় অল রেডরা। ১২ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৩১।
সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।