১৯৬০ সালের আজকের দিনে আর্জেন্টিনার লানুস শহরে জন্ম নেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। দুই দশকের ক্যারিয়ারে জাতীয় দল আর ক্লাব মিলিয়ে তার গোল সংখ্যা ৩৪৬।
১৯৮৬ সালে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন ম্যারাডোনা। সেবার অন্য একটি কারণে ইতিহাস হয়ে আছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করলেও তা ম্যাচ অফিসিয়ালদের চোখে পড়েনি। যে কারণে সেটি গোল হিসেবেই গণ্য হয়।
ম্যারাডোনা এক সময় আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন। যদিও কোচ হিসেবে তেমন সফল ছিলেন না।
ফুটবল ঈশ্বর খ্যাত ম্যারাডোনা প্রায় চার বছর আগে অনন্তলোকে পাড়ি জমিয়েছেন।