ফুটবল
এখন মাঠে
0

প্রথম ফুটবলার হিসেবে ৯টি ভিন্ন সেরা একাদশে ক্রিস্টিয়ানো রোনালদো

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯টি ভিন্ন সর্বকালের সেরা একাদশে জায়গা করে নেয়ার অনন্য রেকর্ড গড়লেন পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।

রেকর্ড রোনালদোর নিত্যসঙ্গী। দেশ কিংবা ক্লাব সবখানেই চলছে পর্তুগিজ তারকার বিজয়রথ। ৩৯ বছর বয়সী রোনালদো যেন চির তরুণ। কোটি ফুটবল ভক্তের আবেগ, অনুভূতির অপর নাম সিআরসেভেন। মাদেইরার রাস্তা থেকে শুরু করে বর্তমানে খেলছেন সৌদি ক্লাব আল নাসরে।

৫ বারের ব্যালন ডি অর জয়ী এই সুপারস্টার কদিন আগেই গড়েছেন ৯০০ গোলের কীর্তি ।

এবার বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে গড়লেন বিশেষ এক কীর্তি। বিশ্বের অন্যতম সেরা ৩ ক্লাব রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সর্বকালের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন সাথে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও ইতালিয়ান সিরি আর সর্বকালের সেরা একাদশেও আছেন তিনি।

সেই সাথে ইউরো ও পর্তুগালের সর্বকালের সেরা একাদশে জায়গা পাওয়া একমাত্র ফুটবলার হলেন সিআরসেভেন। ফুটবলের ইতিহাসে কোনো ফুটবলারের এমন মাইলফলক অনন্য,অতুলনীয়।

জাতীয় দলের হয়ে ২০১৬ সালে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। ৪বার জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুট অ্যাওয়ার্ড, রিয়াল মাদ্রিদ ও ম্যান ইউনাইটেডের হয়ে জিতেছেন ক্লাবের সব শিরোপা। একমাত্র ফুটবলার হিসেবে ৫টি বিশ্বকাপে গোল করা সহ আছে বেশ কিছু কৃতিত্ব।

দুই দশকের বেশি সময় ধরে রাজত্ব করা ৪০ বছরের রোনালদো ভাঙতে পারেন আর ও বেশ কিছু রেকর্ড। ক্যারিয়ারের সায়ান্নে এসে নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে খুব একটা ভাবেন না রোনালদো। দলের জয়ই তাঁর কাছে মুখ্য বিষয়। পর্তুগিজ সুপারস্টার পেশাদার ফুটবলে এক বিরল উদাহরণ । তরুণ ফুটবলারদের এক আদর্শ পথিকৃ্ত।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর