ফুটবল
এখন মাঠে
0

ফিফা প্রীতি ম্যাচে লাল-সবুজের জার্সিতে খেলা হচ্ছে না ফুটবলার হামজার

আগামী মাসে ভুটানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। বিষয়টি নিশ্চিত করে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, প্রতিপক্ষরা বাংলাদেশে খেলতে না চাইলে অ্যাওয়ে ম্যাচ হবে। আর সে ম্যাচ দুটিতে লাল-সবুজের জার্সিতে খেলা হচ্ছে না ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর।

বাংলাদেশ ফুটবল দল নিজেদের সবশেষ ম্যাচ খেলেছে গেল জুন মাসে। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের পর ক্যালেন্ডার অনুযায়ী জুলাই-আগস্টে কোনো ম্যাচ নেই জামাল ভূঁইয়াদের। তবে, সেপ্টেম্বরে আছে ফিফা উইন্ডো।

সরকারের পটপরিবর্তনের কারণে আগামী মাসে প্রীতি ম্যাচ খেলা হবে কি হবে না, তা নিয়ে ফুটবলার কিংবা ক্রীড়াপ্রেমীদের মনে জেগেছিল শঙ্কা। তবে, সেই শঙ্কা উড়িয়ে দিলেন বাফুফে সাধারণ সম্পাদক। জানালেন, প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে।

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আমরা ভুটানের সাথে যোগাযোগ করেচি তারা আমাদের সোমবার জানাবে।’

ফিফা র‌্যাংকিংয়ে ভুটানের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ। ম্যাচ দুটির ফলাফল পক্ষে এলে র‌্যাংকিংয়ে উন্নতি ছাড়াও বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে, সেই ব্যাখ্যাও দিয়েছেন বাফুফে কর্তা।

তিনি বলেন, ‘আমাদের যে বর্তমান রেটিং তাতে এশিয়ান কাপে খেলতে গেলে আমরা ৪ নাম্বার পটে রয়েছে যেখানে প্রতিপক্ষ কঠিন। যদি আমরা ভুটানকে হারাতে পারি তাহলে ডিসেম্বরের রেটিংয়ে ৩ নাম্বার পটে চলে আসবো যা সহজ হবে আমাদের জন্য।’

এদিকে, আসন্ন ফিফা উইন্ডোতে বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকে খেলানোর পরিকল্পনা ছিল বাফুফের। তবে, সেই পরিকল্পনা পাসপোর্ট জটিলতায় ভেস্তে গেছে বাফুফের। যে কারণে অপেক্ষা বাড়লো হামজার।

অক্টোবর উইন্ডো থাকলেও হামজা চৌধুরীকে নভেম্বর উইন্ডোতে খেলাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর