ফুটবল
এখন মাঠে
0

ইপিএলকে প্রায় ২১ লাখ পাউন্ড জরিমানা দেবে ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) কর্তৃপক্ষকে ২০ লাখ ৯০ হাজার পাউন্ড দিতে হবে ইউরোপের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটিকে। তবে এমনি এমনি নয় সাজা হিসেবে ক্লাবটির উপর বিশাল অঙ্কের এই অর্থ জরিমানা হিসেবে ধার্য হয়েছে। তবে সাজা কি মেনে নিয়েছে সিটিজেনরা?

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সাম্প্রতিক সময়ে সবচেয়ে সফল দল নিঃসন্দেহে ম্যানচেষ্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে গেলো কয়েক মৌসুমে দাপুটে পারফরম্যান্সে শিরোপা জিতে শুধু নিজ দলের সমর্থকদেরই নয়, নজর কেড়েছে পুরো বিশ্বের ফুটবল প্রেমীদের।

২০১৭-১৮ মৌসুম থেকে সব মিলিয়ে ছয়বার শিরোপা উল্লাসে মাতে পেপ গার্দিওলার শিষ্যরা। মাঝে ১৯-২০ মৌসুমে রানার্স আপ হলেও পরবর্তীতে টানা চারবার শিরোপা ধরে রেখেছে দলটি। বিপুল পরিমাণ প্রাইজমানিও জিতেছে আকাশি নীল জার্সিধারীরা।

এবার নিজেদের ভুলেই বিশাল অঙ্কের অর্থ জরিমানা গুণতে হচ্ছে ইউরোপের জায়ান্ট ক্লাবটির। আন্তর্জাতিক ম্যাচে বিশেষ কারণ ছাড়া মাঠে দেরি করে ফুটবলাররা খেলা শুরু করলে তাতে শাস্তির সম্মুখীন হতে হয় ক্লাব ও দলগুলোকে। এবার সেই দোষে দোষী হয়ে ৩১ কোটি ৫০ লাখ টাকার বেশি অর্থ জরিমানা হয়েছে ম্যানসিটির।

গেলো ২০২২-২৩ ও সবশেষ ২৩-২৪ মৌসুমে ম্যাচের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে মোট ২২ বার খেলা দেরিতে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশেষ করে সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ দিনে সবচেয়ে বেশি দেরি হয় ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচটিতে। সেদিন খেলা শুরু হয় ২ মিনিট ৪৬ সেকেন্ড দেরিতে।

তবে এ নিয়ে কোনো মতভেদ তৈরি হয়নি ক্লাব ও ইপিএল কর্তৃপক্ষের। নিজেদের দায় স্বীকার করে শাস্তি মেনে নেয়ার পাশাপাশি দ্রুতই অর্থ পরিশোধের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর