ফুটবল
এখন মাঠে
0

রাতে মুখোমুখি লিভারপুল-অ্যাস্টন ভিলা

ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে লিভারপুল ও অ্যাস্টন ভিলা। ভিলা পার্কে রাত ১টায় অলরেডদের আতিথ্য দেবে অ্যাস্টন ভিলা। চ্যাম্পিয়ন্স লিগে সরাসারি খেলার যোগ্য বাচিয়ে রাখতে এ ম্যাচ জিততে চায় স্বাগতিকরা। ৩৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে ভিলা।

অন্যদিকে সম্প্রতি সময় খুব একটা ভালো যাচ্ছে না লিভারপুলের। এরইমধ্যে লিগ শিরোপার দৌড় থেকে প্রায় ছিটকে গেছে দলটি। ফলে লিগে কোনোরকম আশা বাঁচিয়ে রাখতে এ জয়ের বিকল্প নেই লিভারপুলের।

সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ক্লপের শিষ্যরা। যেখানে টেবিল টপার আর্সেনাল থেকে ৮ পয়েন্ট পিছিয়ে আছে অলরেডরা। যদিও আর্সেনাল খেলেছে ৩৭ ম্যাচ।

অন্যদিক স্প্যানিশ লিগ লা-লিগায় রিয়াল সোসিয়েদের বিপক্ষে খেলবে বার্সা। রাত ১ টায় স্তাদি অলিম্পিকে শুরু হবে ম্যাচটি। যদিও এরই মধ্যে লা-লিগার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এ ম্যাচে জিতলে পয়েন্ট টেবিলের দুয়ে উঠতে পারবে বার্সা।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর