ফুটবল
এখন মাঠে
0

সালাউদ্দিনের সমালোচনা নিয়ে ভাবছেন না ক্যাবরেরা

বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ দুটি ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। এরমধ্যে প্রথমটিতে ৫টি আর অপরটিতে একটি গোল হজম করে লাল-সবুজের দল। তারপরই জামালদের হেড কোচ হাভিয়ের ক্যাবরেরার কৌশল নিয়ে সমালোচনা করেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সেই সমালোচনার ইতিবাচক দিকটা নিতে চান বাংলাদেশ কোচ।

বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা বলেন, 'সে (কাজী সালাউদ্দিন) বাফুফের সভাপতি। সমালোচনা করার অধিকার তার আছে। এরপরও দল নিয়ে আমার সাথে তার কথা হয়েছে। সমালোচনা নিয়ে আমি ভাবছি না। সেটার ইতিবাচক দিকটাই দেখছি।'

ছুটি কাটিয়ে গেল সপ্তাহে ঢাকায় পা রেখেছেন স্প্যানিশ কোচ। তারপর থেকে বিশ্বকাপ বাছাইয়ের বাকি দুটি ম্যাচের জন্য ফুটবলারদের পারফরম্যান্স যাচাই করতে বিপিএলের ক্লাবগুলো পরিদর্শন করছেন ক্যাবরেরা। জানিয়েছেন অস্ট্রেলিয়া-লেবানন ম্যাচে যুক্ত করা হতে পারে নতুন ফুটবলার। আসন্ন ম্যাচগুলোতে মোরসালিন ও তারিক কাজীকে ফেরানোর আভাস কোচের কন্ঠে।

হেড কোচ বলেন, 'দলে নতুন মুখ দেখা যেতে পারে। প্রিমিয়ার লিগে পাঁচটি করে ম্যাচ  আছে সবার। তাছাড়া ফেডারেশন কাপ  আছে। ভালো পারফর্ম করে এমন কয়জন পাওয়া যায় কিনা, দেখা যাক। সবশেষ ক্যাম্পে (সৌদি ক্যাম্প) কয়েকজন ভালৌ করেছিল। তাদের দিকেও নজর থাকবে।'

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের পর্দা নামবে মে মাসের শেষদিকে। তারপরই ঘোষণা করা হবে ২৬ সদস্যের স্কোয়াড। স্বল্প সময় থাকায় বেশিদিন প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন না ফুটবলাররা।

হেড কোচ আরও বলেন, 'অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ৪ থেকে ৫ টা অনুশীলন সেশন করবো। ২৯ মে লিগ শেষ হলে ১ জুন ফুটবলাররা রিপোর্ট করবে। ২ জুন ক্যাম্প শুরু করার ইচ্ছা আছে। অস্ট্রেলিয়া ম্যাচের পর বেশি সময় পাওয়া যাবে না। এজন্য  আলাদা কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই।'

জুন মাসের ৬ তারিখ ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে বাংলাদেশ। আর ১১ জুন কাতারে লেবাননের মুখোমুখি হবে লাল-সবুজ প্রতিনিধিরা। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা হাভিয়ের ক্যাবরেরার।

ইএ