ফুটবল
এখন মাঠে
0

সিরি'আ লিগে ম্যাচ পরিচালানায় সবাই নারী

ইতালিয়ান ফুটবল লিগ সিরি'আতে প্রথমবারের মতো সব নারী রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করলো আয়োজকরা। যা লিগটিতে এক অনন্য নজির গড়লো। ফলে ইন্টার মিলান আর তুরিনোর ম্যাচেটি ইতিহাসের সাক্ষি হয়ে রইলো।

গত কয়েক দিন ধরেই দেশের ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে নারী আম্পায়ার। দেশের সর্বোচ্চ ক্রিকেট লিগ প্রিমিয়ার লিগে নারী আম্পায়ার অধীনে খেলা নিয়ে আপত্তি জানিয়েছিল দুটি ক্লাব। এ নিয়ে কম জল ঘোলা হয়নি দেশের ক্রিকেটে।

এবার দেশের সীমানা পেরিয়ে সুদূর ইতালির নারীরা গড়লো নতুন এক ইতিহাস। নারীদের অগ্রযাত্রায় ফুটবল বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো ইতালি। সিরি' আতে লিগের এক ম্যাচে সব নারী রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করেছে আয়োজকরা। যেটা দেশটির শীর্ষ পর্যায়ের ফুটবল লিগে প্রথমবারের মতো ঘটনা।

রোববার (২৮ এপ্রিল) সদ্য চ্যাম্পিয়ন হওয়া ইন্টার মিলান আর তোরিনের ম্যাচে মারিয়া সোলে নামের এক নারী রেফারি ছিলেন প্রধান রেফারি। এছাড়া সাইডলাইনে সহযোগী দুজন রেফারি ছিলেন নারী। ইতালির সর্বোচ্চ ফুটবলে এবারই প্রথম কোন ম্যাচে তিন নারী রেফারি ম্যাচ পরিচালনার ঘটনা। যদিও ইতালিয়ান সুপার লিগেও তিন নারী রেফারি ম্যাচ পরিচালনা করেছিল।

ইএ