ফুটবল
এখন মাঠে
রেকর্ড ১২ বার লিগ চ্যাম্পিয়ন পিএসজি
লিগ ওয়ান জিতে হ্যাটট্রিক শিরোপা পেলো পিএসজি। লিওর কাছে ৩-২ ব্যবধানে হেরে মোনাকোর পয়েন্ট হারানোয় তিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা ধরে রাখার উল্লাস লুইস এনরিকের দলের। এ নিয়ে দলের হয়ে এমবাপ্পের শেষ মৌসুমে রেকর্ড ১২ বার শিরোপা জয়ের পর আরও দুইবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে প্যারিসের দলটির।

রেকর্ড ১২ বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। এর মধ্যে টানা তৃতীয়বার প্রতিপক্ষ দলগুলোকে হারিয়ে শিরোপা ধরে রাখার আনন্দ হতে পারতো। তবে তা আর হলো কই? গেলো শনিবার (২৭ এপ্রিল) ঘরের মাঠে লা হাভরের বিপক্ষে জিতলেই খেলোয়াড়দের উল্লাস মাঠে বসেই দেখতো সমর্থকরা। তবে ৩-৩ ব্যবধানে সে অপেক্ষা বেড়ে যায় পিএসজির।

তবে খুব বেশি অপেক্ষা করতে হয়নি প্যারিসের দলটির। একদিন ব্যবধানে লিওর কাছে টেবিলের দুইয়ে থাকা মোনাকো ৩-২ ব্যবধানে হারে। তাতে নিজেরা শিরোপা হাতছাড়া করলেও পিএসজির আনন্দের উপলক্ষ হয় লে মোনেগাস্কেসরা। কারণটা পয়েন্ট টেবিলে চোখ রাখলেই পরিষ্কার হবে। ৩১ রাউন্ড শেষে ২০ জয় ও ১০ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৭০।

এদিকে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে মোনাকো। বাকি থাকা তিন ম্যাচ থেকে সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করতে পারবে ক্লাবটি। তাতে আর লাভের লাভ কিছুই হবে না।

চলতি মৌসুমে আরও দু'বার শিরোপা উদযাপনের হাতছানি আছে পিএসজির সামনে। ফরাসি কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের কৌশলে প্রতিপক্ষকে মাত করতে পারলেই এমবাপ্পের শেষ মৌসুম হবে স্মরণীয়। এর আগে এক মৌসুমে বড় তিন শিরোপা জয়ের রেকর্ড যে নেই লুইস এনরিকের দলের।

এমএসআরএস