গতরাতে নিজেদের ৩২তম ম্যাচে ম্যান সিটি ৫-১ গোলে হারিয়েছে লুটন টাউনকে। এই জয়ে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওঠে ম্যান সিটি। ৩১ ম্যাচে ৭১ করে পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে আর্সেনাল ও লিভারপুল।
ম্যান সিটির জয়ে গোল করে অবদান রাখেন মাতেও কোভাসিচ, আর্লিং হালান্ড, জেরেমি ডোকু ও জসকো গ্যাভারডিল। এছাড়া একটি গোল আত্মঘাতী হয়। লুটনের হয়ে একমাত্র গোলটি করেন রস বার্কলে।
ম্যান সিটির জয়ের রাতে হোচট খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এএফসি বোর্নমাউথের সাথে ২-২ গোলে ড্র করেছে ম্যান ইউ। ৩২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে ম্যান ইউ।
দিনের অন্য ম্যাচের মধ্যে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৪-০ গোলে হেরেছে টটেনহাম হটস্পার।