ফুটবল
এখন মাঠে
0

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন রোনালদো

সৌদি সুপার কাপের ফাইনালে উঠা হলো না রোনালদো'র আল নাসরের। সেমিফাইনালে আল হিলালের কাছে ২-১ গোলে হেরেছে তার দল। এদিন ফাউল করে লাল কার্ড দেখেছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো।

বল কুড়ানো নিয়ে প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে রোনালদো যা করলেন, তা ভক্তদের কাছেও হয়তো অপ্রত্যাশিত। আলবুলাইহিকে কনুই দিয়ে আঘাত করেছেন তিনি। এমন ঘটনার পর রেফারিও সিদ্ধান্ত নিতে দেরি করেননি। লাল কার্ড দিয়ে মাঠ থেকে বিদায় করেছেন পর্তুগিজ মহাতারকাকে। সিদ্ধান্তটা যে রোনালদো মানতে পারেননি, সেটা তার ভঙ্গিতেও পরিস্কার ছিলো।

৮৬ মিনিটে অভিজ্ঞ এই ফুটবলার যখন মাঠ ছাড়ছিলেন তখন তার দল আল নাসরের হার প্রায় নিশ্চিত। কারণ তিনি মাঠ ছাড়ার আগেই ২-০ গোলে পিছিয়ে ছিল আল নাসর। যদিও শেষদিকে গোল করেছেন সাদিও মানে। তবে সেই গোল হারের ব্যবধানটাই কমিয়েছে মাত্র।

ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েছে আল হিলাল। শুরুর দিকে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করে দলটি। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষক আর ডিফেন্ডারদের দৃঢ়তায় নিশানা ভেদ হয়নি। তবে সুযোগ এসেছিল আল নাসরের সামনেও। প্রথমার্ধ্বে যোগ করা সময়ে কাউন্টার অ্যাটাক থেকে গোল পায় রোনালদোর দল। কিন্তু অফসাইড হওয়ায় তা বাতিল হয়ে যায়।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় আল হিলাল। এর ফল পেতে সময় লাগেনি। ৬১ মিনিটে ডেডলক ভাঙেন হিলাল তারকা দাউসারি। গোল হজম করে তেমন কোন প্রতিরোধ গড়তে পারেনি রোনালদোরা। দশ মিনিট পর আবারও গোল হজম করতে হয় তাদের। ২-০ গোলে পিছিয়ে গিয়ে ম্যাচে ফেরার প্রাণপন চেষ্টা চালায় আল নাসর। প্রতিপক্ষের রক্ষণভাগ বেশ কার্যকরী ভূমিকা রাখায় তা আর সম্ভব হয়নি। ফলে সৌদি সুপার কাপে ফাইনাল খেলা হলো না রোনালদোর আল নাসরের।

সৌদি প্রো লিগে তাদের পরবর্তী ম্যাচ আগামী ১৯ এপ্রিল।