ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় জয় চেলসির

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নাটকীয় জয় পেয়েছে চেলসি। শ্বাসরুদ্ধকর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে ব্লুজরা। হ্যাটট্রিক করেছেন কোল পালমার। একই দিনে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে লিভারপুল।

ইপিএলের এবারের মৌসুমে চেলসি কিংবা ম্যানইউয়ের শিরোপা জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। এজন্য পয়েন্ট টেবিলে উপরের দিকে থেকে মৌসুম শেষ করাই তাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হয় দু'দল। এই ম্যাচে শেষ হাসিটা হাসে স্বাগতিকরা।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে চেলসি। দ্রুতই পেয়ে যায় একের পর এক আক্রমণের ইতিবাচক ফল। ৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন কনর গ্যালাগার।

তারপর শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু নিশানাভেদ করতে পারছিলেন না দলটির ফরোয়ার্ডরা। এর মধ্যে ম্যাচের ১৮তম মিনিটে কুকরেইয়াকে বক্সে ফাউল করেন অ্যান্তোনি। পেনাল্টির সুযোগ পেয়ে ব্যবধান বাড়ান কোল পালমার।

২০ মিনিটের মধ্যে দুটি গোল হজম করলেও ম্যাচে সমতা আনতে খুব বেশি সময় নেয়নি টেন হাগ শিষ্যরা। ৩৪ আর ৩৯ মিনিটে ক্লাবটির হয়ে গোল করেন গারনাচো ও ফার্নান্দেজ।

বিরতির পরও দাপট দেখাতে থাকে ম্যানইউ শিবির। ৬৭তম মিনিটে আবারো গোল করেন গারনাচো। এতে করে ইউনাইটেডের জয়ের সম্ভাবনা জোরালো হয়। কিন্তু নাটকীয়তা যে তখনও বাকি। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান সমান করেন পালমার। পরক্ষণেই কর্নার থেকে সুযোগ কাজে লাগিয়ে চেলসির জয় নিশ্চিত করেন এই ইংলিশ মিডফিল্ডার।

একইদিনে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়েছে লিভারপুল। পয়েন্ট টেবিলের তলানির ক্লাবটির বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটেই গোল পায় ইয়ুর্গেন ক্লপের দল। লিভারপুলকে এগিয়ে নেন ডারউইন নুনেজ। তারপর প্রথমার্ধ্বে অবশ্য আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধ্বে আত্মঘাতী গোলের মাধ্যমে ম্যাচে সমতা পায় শেফিল্ড। গোল হজম করে আক্রমণের ধার বাড়ায় অল রেড খ্যাত ক্লাবটি। ৭৬ মিনিটে গোল করে ব্যবধান ২-১ করেন ম্যাক অ্যালিস্টার।

পিছিয়ে গিয়ে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি লিভারপুল প্রতিপক্ষরা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আরও একটি গোল হজম করতে হয় তাদের। ৩-১ গোলের জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ইয়ুর্গেন ক্লপের দল।

এই সম্পর্কিত অন্যান্য খবর