ফুটবল
এখন মাঠে
0

ক্যারিয়ারের ৬৪তম হ্যাটট্রিক করলেন রোনালদো

ক্যারিয়ারে ৬৪তম হ্যাটট্রিকের দেখা পেলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসরের হয়ে প্রো লিগে আল তাইয়ের বিপক্ষে এ অর্জন করেন সিআরসেভেন। এ হ্যাটট্রিকে মেসির থেকে নিজের ব্যবধান আরও বাড়িয়ে নিলেন রোনালদো।

নিজের দেশের হয়ে খেলতে গিয়ে গোল না পাওয়ায় যখন আলোচনা-সমালোচনায় গরম হয়ে উঠেছে ফুটবল দুনিয়া ঠিক তখনই আবারও নিজেকে মেলে ধরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের অবনমে থাকা দল আল তাইয়ের বিপক্ষে হ্যাট্রিক করলেন এই পর্তুগিজ ফুটবল তারকা।

কয়েকদিন আগেই আন্তর্জাতিক বিরতিতে স্লোভেনিয়ার বিপক্ষে নিজ দেশ পর্তুগালের ২-০ গোলে হারে সিআরসেভেনকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল। সেদিকে কান না দিয়ে প্রো লিগে চতুর্থ হ্যাটট্রিক তুলে নেন তিনি । আর সব মিলিয়ে ক্যারিয়ারে ৬৪ বার হ্যাটট্রিক করলেন আল নাসর তারকা।

রোনালদো কিংবা মেসি কেউ কিছু নতুন অর্জন করলেই ফুটবল প্রেমীদের মাঝে প্রশ্ন জাগে সেই অর্জনে এগিয়ে কে? হ্যাটট্রিকের দিক থেকে এখন পর্যন্ত এগিয়ে আছেন পর্তুগিজ তারকাই। সব মিলিয়ে মেসির হ্যাটট্রিক আছে ৫৭টি।

যেখানে ক্লাব ফুটবল ও ইন্টারন্যাশনাল ফুটবলেও মেসির থেকে এগিয়ে রোনালদো। ক্লাব ফুটবলে সিআরসেভেনের হ্যাটট্রিক সংখ্যা যেখানে ৫৪টি সেখানে এলএমটেনের ৪৮টি। আর ইন্টারন্যাশনাল ফুটবলে রোনালদোর ১০ আর মেসির ৯টি।

হ্যাটট্রিকে রোনালদো এগিয়ে থাকলেও আরেক দিক দিয়ে ঠিকই এগিয়ে আছেন মেসি। সিনিয়র ক্লাবের হয়ে মেসির আগে খেলা শুরু করলেও রোনালদো হ্যাটট্রিকের দেখা পেয়েছেন এক বছর পর। ২০০৮ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দেখা পান তিনি।

আর লিওনেল মেসি ক্যারিয়ারের শুরুর হ্যাটট্রিক করেন ২০০৭ সালে লা-লিগায় চিরপ্রতিদ্বন্ধী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। খুব স্বাভাবিকভাবেই সেই সময় মেসি খেলছিলেন তার প্রিয় ক্লাব বার্সেলোনার হয়ে।

তবে ফুটবল দুনিয়ায় একটা কথা সব সময় শোনা যায় এ দুজনকে নিয়ে। অনেকে দাবি করেন রোনালদো এতো গোলের মালিক হওয়ার বড় কারণ পেনাল্টি থেকে গোল করার সুযোগ। হ্যাটট্রিকের রেকর্ডের দিকে তাকালেও সেই কথার সত্যতা পাওয়া যায়। মেসির ক্যারিয়ারে ৫৭ হ্যাটট্রিকের মধ্যে মাত্র ১২টি হ্যাটট্রিকে পেনাল্টি থেকে গোল করার অবদান আছে। বিপরীতে রোনালদো ৬৪ হ্যাটট্রিকে পেনাল্টির অবদান ২৯টি হ্যাটট্রিকে।