ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপ প্রাক বাছাইয়ে ফিলিস্তিনের কাছে হার বাংলাদেশের

প্রতিশ্রুতি দেয়া কথা রাখতে পারলেন না জামাল ভূঁইয়ার দল। বিশ্বকাপ প্রাক বাছাইয়ে ঘরের মাঠে ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচ হারায় এএফসি ও বিশ্বকাপের প্রাক বাছায়ের তৃতীয় রাউন্ডের খেলার আশাও শেষ হলো জামাল-তপুদের। তবে বাংলাদেশের এমন পারফরম্যান্সের জন্য টিম ম্যানেজমেন্টকে দুষলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

মঙ্গলবার (২৬ মার্চ) বাংলাদেশ-ফিলিস্তিনের ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ, উত্তেজনা সবই ছিল। শেষ মুহূর্তে গোল হজম না করলে কিংসে অপরাজিত থাকতো বাংলাদেশ ফুটবল দল। তবুও শক্তিমাত্তায় এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে এমন লড়াইটাও বা কম কিসে।

কুয়েতে বিশাল হারের পর ঘরের মাঠেও হারাতে হয়েছে ৩ পয়েন্ট। সাম্প্রতিক সময়ে ছন্দে থাকা জামাল-তপুদের এমন পারফরম্যান্সে চটেছেন খোদ বাফুফের সভাপতি। তবে খেলোয়াড়দের উপর নয়, এর জন্যে দুষলেন পুরো টিম ম্যানেজমেন্টকে।

অন্যদিকে কুয়েতে হতশ্রী পারফরম্যান্সে হতাশ ছিলেন হেড কোচ। তবে ঘরের মাঠে বিশ্বনাথ-রাকিবদের লড়াই নজর কেড়েছে কোচ হাভিয়ের ক্যাবরার।

বিশ্বকাপ প্রাক বাছাইয়ে তৃতীয় রাউন্ড খেলা অনেকটাই অনিশ্চিত। তবে বাংলাদেশের সামনে এখনও রয়েছে দুটি ম্যাচ। তাইতো কোচের ভাবনায় আপাতত সামনের খেলা নিয়ে।

জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে অতিথ্য দিবে বাংলাদেশ, এরপর লেবাননের মাটিতে খেলবে জামালরা।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর