ফুটবল
এখন মাঠে
0

ইপিএলে লিভারপুলের বড় জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে ৪-১ গোলে উড়িয়ে দেয়ার রাতে দুর্ভাগ্যের এক রেকর্ড করলেন লিভারপুল ফরওয়ার্ড ডারউইন নুনেজ।

দলটির উরুগুয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজ গোল মিসের রেকর্ড গড়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাস সংরক্ষণের কাজটা শুরু হয় ২০০৩ থেকে। তার ২০ বছর পর প্রথম ফুটবলার হিসেবে এক ম্যাচে ৪ গোল মিস গোল নুনেজের। যার মধ্যে একটা পেনাল্টি ছিলো।

আরও অবাক করার মতো বিষয় উরুগুইয়ান এই তারকার তিন শটই ফিরে এসেছে গোলবার থেকে। আর তাই লিভারপুলের ম্যাচ জয়ের চেয়ে খবরের শিরোনামে ডারউইন নুনেজের গোল মিসের খবরটাই বেশি প্রাধান্য পেয়েছে।

এর বিপরীতে আরেক সফলতার গল্পও রয়েছে। তবে সেটা ফুটবলারের নয়। ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন দ্য রেডসদের গুরু ইয়ুর্গেন ক্লপ। এ মৌসুম শেষে আগেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন । তবে এর আগেই অন্যন্য এক ইতিহাস গড়লেন।

লিভারপুলের কোচ হিসেবে ২০০ ম্যাচ জয়ের দেখা পেলেন এই জার্মান কোচ। এই মাইলফলক ক্লপের স্পর্শ করছেন ৩১৮ ম্যাচে। তবে তার চেয়েও কম অর্থাৎ ২৬৯ ম্যাচে ২০০ ম্যাচ জয় করেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা।

কোচের বিদায়ের সুর বাজলেও ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল শক্ত অবস্থানে। ২২ ম্যাচে ৬ হারের বিপরীতে ১৫ জয়ে টেবিল টপার রেডসরা। ৫ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি। আর লিভারপুলের কাছে বিধ্বস্ত হওয়া চেলসির অবস্থান ১০ নম্বরে।