ফুটবল
এখন মাঠে

বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপের পুরস্কার ঘোষণা

একাডেমি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের প্রাইজমানি ঘোষণা করলো বাফুফে। শিরোপাজয়ী দল পাবে ১ লাখ ৫০ হাজার আর রানার্সআপ দল ১ লাখ টাকা। পুরস্কার থাকছে সেমিফাইনালিস্ট ও চূড়ান্ত পর্বের দলের জন্যও।

প্রতিভা অন্বেষণের জন্য গেল বছরের ডিসেম্বরে প্রায় ১৭০টি একাডেমি নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। এখন চূড়ান্ত পর্বে খেলার অপেক্ষায় ১২টি দল, যাদের ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। আর এই গ্রুপগুলো সেরা দল খেলবে সেমিফাইনালে।

বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান মানিক বলেন, 'এই ১২টি দল যখন খেলবে তখন এলিট একাডেমির কোচসহ এ দেশের স্বনামধন্য অনেক কোচ তাদের খেলা দেখবে।'

প্রথম পর্বের মতো চূড়ান্ত পর্বেও থাকছে আর্থিক পুরস্কার। তবে, সেটা তুলনামূলক বেশি। চ্যাম্পিয়ন দলের জন্য রাখা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। আর রানার্সআপ একাডেমি পাবে এক লাখ। সেরা চারে খেলা প্রতিটি একাডেমি পাবে ৭০ হাজার টাকা। সেমির দৌঁড় থেকে ছিটকে যাওয়া দলের জন্যও থাকছে আর্থিক পুরস্কার। তাদের প্রত্যেককে দেয়া হবে ৫০ হাজার টাকা করে।

টুর্নামেন্টজুড়ে যারা ভালো খেলা উপহার দিয়েছে তাদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায় বাফুফে। মানিক বলেন, 'যারা ভালো খেলেছে তাদের বিদেশে পাঠানোর জন্য আমরা চেষ্টা করছি, বিভিন্ন এজেন্সির সাথে কথাও বলছি। খুব শীঘ্রই একটা ভালো ফলাফল পাওয়া যাবে।'

বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব চলবে ১০-১৯ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচ হবে রাজধানীর কমলাপুরে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর