বাফুফেকে সাফের সাধারণ সম্পাদকের কড়া বার্তা

ফুটবল
এখন মাঠে
0

অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টে সাফের খরচ ২ লাখ ডলার

নানাভাবে বিতর্কিত কমলাপুরের টার্ফ। বিভিন্ন সময়ে সফরকারী হয়ে খেলতে এসে আঘাত পেয়েছেন নেপাল ও ভুটানের খেলোয়াড়রা। তবে এ নিয়ে কখনোই মাথাব্যথা ছিলনা বাফুফের। নতুন বছরে বয়সভিত্তিক টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। সেই কমলাপুরের টার্ফেই আয়োজন হচ্ছে টুর্নামেন্ট।

তবে এ বিষয়ে আপত্তি থাকলেও কমলাপুরের টার্ফে অনূর্ধ্ব ১৯ সাফ টুর্নামেন্ট আয়োজন করছে কর্তৃপক্ষ। নারীদের বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনে মাঠ নিয়ে নয়ছয় করলেও নারীদের সিনিয়র সাফে এমনটা করার সুযোগ নেই বাফুফের। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের স্পষ্ট কথা মাঠ সমস্যা থাকলে আয়োজক হবে অন্য দেশ। তিনি বলেন, 'এই মাঠে প্রশ্নই ওঠে না। এক মাস পিছিয়ে অন্য দেশে নিয়ে যাবো দরকার হলে।'

চলতি বছর সাফের পাঁচটি টুর্নামেন্ট হবে । নারীদের অনূর্ধ্ব ১৬, ১৯ সহ সিনিয়র পর্যায়ে টুর্নামেন্ট। আর ছেলেদের অনূর্ধ্ব ১৭ ও ২০ এর খেলা হবে বছরের মাঝে। সবগুলো টুর্নামেন্ট আয়োজনে সাফ কর্তৃপক্ষের খরচ ২০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় হিসেব করলে দাঁড়ায় প্রায় ২২ কোটি টাকা।

সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের জন্য প্রতিটা দলের থাকার ব্যবস্থায় খরচ হচ্ছে প্রায় দুই লাখ টাকা। আর সাফ কিংবা ঘরের মাঠে আন্তজার্তিক টুর্নামেন্টে বরাবরই নারীরা বাফুফে ক্যাম্পে থাকে। আর বয়সভিত্তিক দলের ছেলেরা কমলাপুর স্টেডিয়ামে থেকে মাঠে নামে। তবে এবার কড়া বার্তা দিয়েছেন সাফের সাধারণ সম্পাদক। ভবিষ্যতে আবাসন খাত থেকে খরচ কমিয়ে ফুটবলারদের নতুন কোনো টুর্নামেন্ট আয়োজনেরও পরিকল্পনার কথা জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক।

আনোয়ারুল হক হেলাল আরও বলেন, 'ফাইভ স্টার হোটেল রাখার তো কোনো দরকার পড়ে না। থ্রি স্টার হোটেলে থাকলে অ্যাকোমোডেশন কস্ট ৫০% কমে যাবে। তাহলে বাজেটে বেশি টাকা থেকে যায়। যেটা দিয়ে আরেকটা টুর্নামেন্ট করা যায়।'

২ ফেব্রয়ারি থেকে শুরু হওয়া সাফ অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

এসএসএস