চলতি বছর রোমাঞ্চকর একটা সময় পার করেছে ইউরোপীয় ফুটবল। যেখানে ফুটবলপ্রেমীরা প্রথমবারের মতো সাক্ষী হয়েছে অনেক কিছুর। যেমন লা-লিগায় রিয়াল-বার্সার মত দলকে টপকে দীর্ঘদিন টেবিলের শীর্ষে ছিল জিরোনা। আবার বুন্দেস লিগায়ও শীর্ষ স্থান ধরে রেখেছে বায়ার লেভারকুসেন।
আবার অর্জনের দিকে তাকালে প্রথমবারের মত ট্রেবল জিতেছে ম্যান সিটি। দলীয় সাফল্য না পেলেও অনেকেই আবার ব্যক্তিগত অর্জন দিয়ে নজর কেড়েছে সবার। আর ব্যক্তিগত পারফর্ম করা এমন ফুটবলারদের নিয়ে একাদশ সাজিয়েছে গোল ডট কম।
যেখানে গোলকিপার হিসেবে জায়গা পেয়েছেন ইয়ান সোমের। তাকে একাদশে রাখার যথেষ্ট কারণও আছে। সব ধরণের প্রতিযোগিতায় একমাত্র গোলকিপার হিসেবে ১৫ ম্যাচে কোন গোল হজম করেননি সুইচ এ গোলরক্ষক।
রক্ষণভাগেও আছে একাধিক চমক। আর্সেনালের হয়ে দুর্দান্ত সময় পার করা উইলিয়াম সালিবা আছেন রক্ষণভাগে। ৪০ বার ট্যাকল করতে সফল হওয়া বরুসিয়ার ম্যাট হুমেলসও আছেন এ তালিকায়। ক্যান্সারজয়ী ইন্টার মিলান তারকা ফ্রান্সেসকো আচেরবিও আছেন রক্ষণভাগের সেরা একদশে। আর রাইটব্যাক হিসেবে রাখা হয়েছে বায়ার লেভারকুসেনের ফ্রিমপংকে। ২২ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ৯ অ্যাসিস্ট।
মিডফিল্ডারে অবশ্য খুব একটা চমক নেই। অনুমীয়ভাবেই আছেন আর্সেনালের ডিক্লান রাইস। রিয়ালের হয়ে দুর্দান্ত সময় পার করা জুড বেলিংহ্যাম ও বায়ার লেভারকুসেনের অ্যালেক্স গ্রিমালদো।
দলীয়ভাবে সাফল্য না পেলেও একক নৈপুন্যের কারণে লেফট উইংয়ে জায়গা পেয়েছেন লিভারপুল তারকা মোহাম্মাদ সালাহ। এছাড়াও সেন্টার ফরোয়ার্ডে আছেন ২১ গোল করা বায়ার্ন স্ট্রাইকার হ্যারি কেইন। লিভারকুসেনের ফ্লোরিয়ান উইটজকে রাখা হয়েছে রাইট উইং হিসেবে।