অ্যাডিলেড টেস্ট দিয়ে ফিরছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স

অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স
অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স | ছবি: সংগৃহীত
0

অ্যাশেজের প্রথম দুই ম্যাচ মিস করার পর অ্যাডিলেড টেস্ট দিয়ে টেস্টে ফিরছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অ্যাডিলেড টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াডে কামিন্স একমাত্র সংযোজন।

অ্যাডিলেড টেস্ট থেকেই দলে থাকছেন অধিনায়ক প্যাট কামিন্স। মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ডের পাশাপাশি কামিন্সকেও দেখা যাবে। সেই সঙ্গে অবশ্য দলে জায়গা ফিরে পেতে পারেন ন্যাথান লায়ন। ব্রিসবেনের গোলাপি বলের টেস্টে না থাকলেও সিরিজের বাকি তিন টেস্টে অভিজ্ঞ এই স্পিনারের দলে থাকার আভাস দিয়েছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

আরও পড়ুন:

তবে পায়ের চোটের কারণে এই সিরিজ খেলা হচ্ছে না আরেক ক্রিকেটার জশ হ্যাজেলউডের। হ্যাজেলউডকে অ্যাশেজের তৃতীয় ম্যাচ থেকেই পাওয়ার প্রত্যাশা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু গোড়ালির চোট থেকে এখনই পুরোপুরি সেরে উঠা হয়নি এই পেসারের। মর্যাদার এই সিরিজ থেকে তাই পুরোপুরি ছিটকে গিয়েছেন হ্যাজেলউডের। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে ফিট রাখার দিকেই এখন মনোযোগ থাকছে তার।

ইএ