ডিসেম্বরে আবু ধাবিতে আইপিএলের পরবর্তী আসরের নিলাম

আইপিএলের ট্রফি
আইপিএলের ট্রফি | ছবি: সংগৃহীত
0

আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। এর আগে বিশেষ ব্যবস্থায় খেলোয়াড় বিনিময় করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যার নাম দেওয়া হয়েছে আইপিএল ট্রেড।

এবারের ট্রেডে বেশ কিছু বড় নাম দল পরিবর্তন করছেন। যেখানে সবচেয়ে বড় নাম রবীন্দ্র জাদেজা। চেন্নাই সুপার কিংসের হয়ে ১২ মৌসুম খেলা এ অলরাউন্ডার আগামী আসরে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতাবেন। বিপরীতে রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসন চেন্নাইয়ে যোগ দিচ্ছেন।

সানরাইজার্স হায়দ্রাবাদে খেলা মোহাম্মদ শামি আগামী মৌসুমে খেলবেন লখনৌ সুপার জায়ান্টসে। একই দলে যোগ দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অর্জুন টেন্ডুলকার।

রাজস্থান থেকে বিদায় নিয়েছেন নিতিশ রানাও। তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। এছাড়াও স্যাম কুরান, মায়াঙ্ক মারকান্দে, ডনোভান ফেরেইরা, শেন রাদারফোর্ডরা আসন্ন মৌসুমে নতুন দলের হয়ে খেলবেন।

এএইচ