ক্রিকেটের আগে আনুষ্ঠানিকতার পর্ব। আলী আমজাদের ঘড়ি ঘর আর সিলেটের প্রবেশদ্বার খ্যাত ক্বীন ব্রিজের সামনে ট্রফি নিয়ে ফটোসেশন করলেন নাজমুল হোসেন শান্ত ও অ্যান্ড্রু বালবির্নি। সেলফি তুলে আবদার মেটালেন দর্শকদেরও।
বাংলাদেশ টুরিজম বোর্ড ও বিসিবির উদ্যোগে ঐতিহ্যবাহী এ স্থাপনার সামনে সিরিজের আগে ট্রফি উন্মোচনের এমন আয়োজন করা হয়।
১১ নভেম্বর থেকে শুরু হওয়া এ টেষ্ট সিরিজ দিয়ে ২০২৫ সালে সাদা পোশাককে বিদায় জানাবে বাংলাদেশ। তুলনামূলক খর্বশক্তির দলের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতভাবেই তৃপ্ত করবে বাংলাদেশকে।
সেই লক্ষ্য নিয়েই আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা নেটে ঘাম ঝরিয়েছেন মিরাজ-মমিনুলরা।
আরও পড়ুন:
এ সিরিজ দিয়ে বাংলাদেশ ক্রিকেটে শুরু হচ্ছে আশরাফুলের কোচিং অধ্যায়ের। সাবেক এ অধিনায়ক ব্যাটিং কোচ হিসাবে যুক্ত হচ্ছেন দলের সঙ্গে।
বছরজুড়ে রানখরায় ভোগা শান্ত-লিটনদের ব্যাটিং ধার তাতে বাড়বে কি না তা সময়ই বলে দিবে। তবে দ্বিতীয় দিনের অনুশীলনেও আশরাফুলের উপস্থিতি টাইগারদের ব্যাটিং ইউনিটে এনে দিয়েছে আত্মবিশ্বাস।
বল হাতে লম্বা সময় নেটে সময় কাটিয়েছেন পেসার খালেদ, মুস্তাফিজ ও মুরাদরা। সিলেটের রান সহায়ক উইকেটে পেসারদের জন্য কাজটা কঠিন জেনেই অনুশীলনে বাড়তি নজর টাইগার বোলিং ইউনিটের।
আয়ারল্যান্ডের বিপক্ষে এ সিরিজেই প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলবেন মুশফিকুর রহিম। ২০২৬ সালে টেস্টের লম্বা দৌড়ের আগে ড্রেস রিহার্সেলও এ সিরিজেই। খর্বশক্তির আইরিশদের বিপক্ষেও তাই বেশ সিরিয়াস মেজাজেই আছেন ফিল সিমন্সের শিষ্যরা।





