ভারতের তিনটি ভেন্যু ও শ্রীলঙ্কার একটি ভেন্যুতে শুরু হচ্ছে নারী ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ লড়াই নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫। বিশ্বকাপের আগেই আইসিসির পুরুষদের চেয়ে নারী বিশ্বকাপে বেশি অর্থ পুরস্কার ঘোষণা মেয়েদের ক্রিকেটের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে বহুগুণ।
নারীদের ওয়ানডে বিশ্বকাপে এবারের আসরে অংশগ্রহণ করা আটটি দলের মাঝে ফেভারিট দল হিসেবে আছে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, পাঁচবারের শিরোপাজয়ী ইংল্যান্ড ও একবারের বিজয়ী নিউজিল্যান্ড। এর পাশাপাশি আছে এশিয়ার চার প্রতিনিধি ও দক্ষিণ আফ্রিকাও।
আসরে স্বাগতিক হিসেবে ভারত ও শ্রীলঙ্কা থাকলেও বর্তমানে চলমান ভারত-পাকিস্তান দ্বন্দ্বে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ খেলবে কলম্বোতে।
আরও পড়ুন:
ভারতের গৌহাটি, ইন্দোর, বিশাখাপত্মমে হবে এবারের আসর। সেই সঙ্গে কলম্বোতে গ্রুপ পর্বের ৭ ম্যাচ খেলবে পাকিস্তান। যদি পাকিস্তান সেমিফাইনাল কিংবা ফাইনালে পৌঁছালে সেই দুই ম্যাচও অনুষ্ঠিত হবে কলম্বোতে।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল গ্রুপ পর্বে নিজেদের মধ্যে একবার করে লড়বে। শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে।টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ স্বাগতিক ভারত।
প্রস্তুতির ঘাটতি ও অনেকটা আনকোরা দল নিয়েই এবারের বিশ্বকাপে পা রেখেছে বাংলাদেশ। আগামী ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রিসরা।





