প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ডের সহজ জয়

৬ উইকেট পাওয়া নিউজিল্যান্ড বোলার ম্যাট হেনরি
৬ উইকেট পাওয়া নিউজিল্যান্ড বোলার ম্যাট হেনরি | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সহজ এক জয় পেয়েছে নিউজিল্যান্ড। বুলাওয়েতে কিউইরা ৯ উইকেটের সহজ এক জয় সফরকারীরা। ম্যাচের তৃতীয় দিনেই ইনিংস হারের শঙ্কা ছিল জিম্বাবুয়ের সামনে। প্রথম ইনিংসে ১৪৯ রানে গুটিয়ে যাওয়া রোডেশিয়ানরা দ্বিতীয় ইনিংসেও হিমশিম খেয়েছে কিউই বোলারদের সামনে।

তবে শেষ দিকে তিসিগা এবং ব্লেসিং মুজারাবানির কল্যাণে লিড নিতে সক্ষম হয় তারা। যদিও সেটা বড় হওয়ার আগেই শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। নিউজিল্যান্ডের ৩০৭ রানের বিপরীতে স্বাগতিকরা থামে ১৬৫ রানে।

নিউজিল্যান্ডের সামনে চতুর্থ ইনিংসে টার্গেট দাঁড়ায় মোটে ৮ রান। ডেভন কনওয়ের উইকেট হারালেও নিউজিল্যান্ড ম্যাচ শেষ করে ১৪ বলেই। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা ম্যাট হেনরি।

এএইচ