শ্রীলঙ্কার বিপক্ষে জয়: র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয়া ওয়ানডে ম্যাচের একটি মুহূর্ত
বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয়া ওয়ানডে ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৬ রানের জয় বাংলাদেশকে দিয়েছে র‌্যাংকিংয়ের সুসংবাদও। এ জয়ের পর ওয়ানডে র‍্যাংকিংয়ে একধাপ ওপরে উঠেছে বাংলাদেশ।

প্রেমাদাসায় এ জয়ের পর ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৮। আর তাতেই র‌্যাংকিংয়ের দশম স্থান থেকে একধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে মেহেদি হাসান মিরাজের দল।

৭৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে চলে গিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে অবনমন হয়েছে শ্রীলঙ্কারও। হারের পর শ্রীলঙ্কা নেমে গিয়েছে ৫ম স্থানে। চারে উঠে এসেছে পাকিস্তান। এ জয়ের পর আগামী বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথেও নিজেদের যাত্রা শুরু করেছে বাংলাদেশ।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের মার্চ পর্যন্ত র‌্যাংকিংয়ের শীর্ষ ৯ দল সরাসরি চলে যাবে বিশ্বকাপে। প্রেমাদাসার জয় সে পথে মিরাজের দলের জন্য প্রথম পদক্ষেপ।

এএইচ