আগের রাতেই জাতীয় দলের জার্সিতে জয়ের নায়ক মুস্তাফিজ ২৪ ঘণ্টা না পেরোতেই নামলেন দিল্লির জার্সি গায়ে। তবে গুজরাট টাইটান্সের বিপক্ষে ১০ উইকেটে হেরেছে দিল্লি। দল হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজ। তবে সতীর্থ বোলারদের লাগামহীন বোলিংয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ১০ উইকেটে হেরেছে তার দল।
ঘরের মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে কে এল রাহুলের সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ গড়ে ক্যাপিটালস। চতুর্থ ওভারেই ব্রেক থ্রুর আশায় অক্ষর প্যাটেল ফিজের হাতে বল তুলে দিয়েছিলেন। উইকেট না পেলেও প্রথম স্পেলের দুই ওভারে ১৩ রান দেন মুস্তাফিজ। দ্বিতীয় স্পেলে যখন বোলিংয়ে ফিরেছেন ততক্ষণে ম্যাচের ভাগ্য অনেকটাই লেখা হয়ে গিয়েছিলো। তিন ওভারে পাঁচটি ডট আদায় করেছেন ফিজ।
তিন বাউন্ডারি হজম করলেও ক্যাপিটালস বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনোমিতে বল করেছেন এই বাঁহাতিই। ১৩ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে থেকে এখনো প্লে অফের আশা বেঁচে আছে ক্যাপিটালসের।