পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে পারেন সাকিব

পিএসএলে সাকিব আল হাসান
পিএসএলে সাকিব আল হাসান | ছবি: সংগৃহীত
0

পিএসএলে পেশোয়ার জালমির বিপক্ষে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে পারেন সাকিব আল হাসান। গতকাল দলে যোগ দিয়ে শাহিন আফ্রিদি, ফখর জামানদের সঙ্গে অনুশীলন করেন সাকিব।

বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর আগে পাকিস্তান সুপার লিগে দুই আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিবের।

সম্প্রতি ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ১ সপ্তাহ বন্ধের পর শনিবার পুনরায় শুরু হয় পিএসএলের চলতি আসর। পরিবর্তিত পরিস্থিতিতে সাকিব ছাড়াও বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে দলটি।

কুশল মেন্ডিস ও ভানুকা রাজাপাকশেও খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে।

এএইচ