আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। শুরু থেকেই ভারতের আপত্তি ছিল, পাকিস্তানে খেলতে যাবে না তারা । নানা শর্তে দু'দলকে রাজি করিয়েছে আইসিসি। দাবি মেনেই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে, ভারতের ম্যাচগুলো শুধু হবে দুবাইয়ে। এমনকি কেবল ভারতের জন্যই সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যুও পরিবর্তন হয়ে যেতে পারে শেষ মুহূর্তে।
ক্যালেন্ডারের পাতার হিসেবে যখন টুর্নামেন্ট শুরুর একমাসেরও কম সময় বাকি, ভারতীয় মিডিয়ায় গুঞ্জন বিসিসিআইয়ের নতুন আবদার নিয়ে। দেশটির প্রভাবশালী দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, নিজেদের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম লেখবে না ভারত।
যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন চাওয়া স্পষ্টতই আইসিসির নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী, যেকোনো টুর্নামেন্টের স্বাগতিক দেশের নাম প্রতিটি দলের জার্সিতে রাখা বাধ্যতামূলক। জার্সির ডান দিকে টুর্নামেন্টের লোগো, স্বাগতিক দেশের নাম ও টুর্নামেন্টের সাল রাখতে হয়। হাইব্রিড মডেলে হলেও আয়োজক হিসেবে পাকিস্তানের নামই থাকবে। সেই হিসেবে, সব দলের জার্সিতে তাদের নাম রাখতে হবে।
যেমনটা হয়েছিল ২০২১ হাইব্রিড মডেলের বিশ্বকাপের ক্ষেত্রে। টুর্নামেন্ট করোনা মহামারির কারণে সংযুক্ত আরব আমিরাতে হলেও স্বাগতিক দেশ হিসেবে টুর্নামেন্ট লোগোতে ছিল ভারতেরই নাম।
এর আগে এই প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে বলেছিল, 'ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে বিসিসিআই। খেলাটির জন্য এটি ভালো নয়। তারা প্রথমে পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না। আমরা বিশ্বাস করি, আইসিসি এটি হতে দেবে না।'
১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। তার আগে ভারতীয় দলের আরো কত আবদার দেখতে হয় তার জন্য করতে হবে সময়ের অপেক্ষা।