আম্পায়ার সৈকতের সিদ্ধান্ত নিয়ে যা বলল স্নিকো কর্তৃপক্ষ

0

মেলবোর্ন টেস্ট শেষ হয়েছে তিন দিন আগে। তবে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের দেয়া আউট নিয়ে বিতর্ক এখনো চলছে। বিতর্কিত এই আউট নিয়ে এবার নীরবতা ভেঙ্গেছেন স্নিকো প্রযুক্তির কারিগর ওয়ারেন ব্রেনান।

মেলবোর্ন টেস্টের শেষ দিনে জয়সোয়ালের পুল শটে স্নিকো মিটারে কিছু ধরা না পড়লেও তাতে আউটের সিদ্ধান্ত দেন সৈকত। এ নিয়ে ব্রেনান জানান, স্নিকো মিটার হালকা শব্দ কিংবা আলতো আঘাতের বিষয়টি সব সময় ধরতে পারে না। জয়সোয়ালের আউটেও ঘটেছে এমনই ঘটনা।

যেখানে বল আলতোভাবে গ্লাভস স্পর্শ করলেও তা ধরতে পারেনি প্রযুক্তিটি। তাই খোলা চোখে বলের দিক পরিবর্তন দেখে সিদ্ধান্ত নিয়েছেন সৈকত।

এএম