মেলবোর্ন টেস্টের শেষ দিনে জয়সোয়ালের পুল শটে স্নিকো মিটারে কিছু ধরা না পড়লেও তাতে আউটের সিদ্ধান্ত দেন সৈকত। এ নিয়ে ব্রেনান জানান, স্নিকো মিটার হালকা শব্দ কিংবা আলতো আঘাতের বিষয়টি সব সময় ধরতে পারে না। জয়সোয়ালের আউটেও ঘটেছে এমনই ঘটনা।
যেখানে বল আলতোভাবে গ্লাভস স্পর্শ করলেও তা ধরতে পারেনি প্রযুক্তিটি। তাই খোলা চোখে বলের দিক পরিবর্তন দেখে সিদ্ধান্ত নিয়েছেন সৈকত।

