ক্রিকেট
এখন মাঠে
0

ভারতের বিপক্ষে ৩৩৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

সিরিজের ৪র্থ টেস্টের ৪র্থ দিন শেষে ভারতের বিপক্ষে ৩৩৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ৯ উইকেটে ২২৮ রান।

আগের দিনে ৯ উইকেটে ৩৫৮ রান নিয়ে ব্যাট করতে নামে ভারত। তবে বেশিদূর এগোতে পারেনি তারা। স্কোরবোর্ডে আর ১১ রান যোগ করতেই গুটিয়ে যায় তারা। ১০৫ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া।

দলীয় শতরানের আগেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। একপ্রান্ত আগলে রাখা মার্নাস ল্যাবুশেইন আউট হন ৭০ রান করে।শেষদিকে কামিন্সের ৪১ রানে লিড বাড়ায় অজিরা। দিনশেষে নাথান লায়ন অপরাজিত আছেন ৪১ রানে।

এএম